রাজগঞ্জ: জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত রাজগঞ্জের সুভাষপল্লীর এক যুবক। সেই খবর ছড়িয়ে পড়তেই সুখানি অঞ্চলে তৈরি হয়েছে চাঞ্চল্য। আক্রান্তের বাড়ি গিয়ে দিনের বিভিন্ন সময়ে খোঁজখবর নেওয়া হয় ব্লক ও অঞ্চল প্রশাসনের পক্ষ থেকে। সন্ধ্যায় গোটা পাড়ায় ফগিং স্প্রে করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজগঞ্জের সুখানিতে বসবাসকারী ১৭ বছর বয়সী ওই যুবক বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, কর্মসূত্রে বাইরে যাতায়াতের ফলে সে সম্ভবত সংক্রমিত হয়েছে। এদিকে, ব্লক সূত্রে দাবি, ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় একই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার, প্রশাসনের তরফে স্প্রে করার আগে এলাকায় আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হলেও, কার্যক্রম ঘিরে নানা অব্যবস্থার ছবি ধরা পড়ে। প্রথম মেশিনটি কাজ না করায় দীর্ঘক্ষণ চেষ্টা চলে, পরে বিকল্প যন্ত্র এনে কিছুটা স্প্রে করার সময় হঠাৎ করে মেশিনে বিস্ফোরণ ঘটলে সেখানে আগুন ধরে যায়। যদিও বিষয়টি গুরুতর নয় বলেই জানান কর্মকর্তারা, তবে এই ঘটনার জেরে এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
আক্রান্ত যুবকের বাবা প্রশ্ন তুলেছেন, আগেই প্রশাসনের তরফে সতর্কতামূলক পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “চক দিয়ে গেটের সামনে দাগ কেটে চলে গেলে কি রোগ ঠেকানো যায়?”
অঞ্চল সচিব মলয় মল্লিক জানিয়েছেন, এখানে আক্রান্তের খবর পাওয়ার পরই নিয়ম মাফিক কাজ শুরু হয়েছে। ফগিং, স্যানিটাইজেশন কার্যক্রম চালানো হবে। এলাকাবাসীদের কয়েকজন অবশ্য, তাঁদের কাজকর্মের গতিপ্রকৃতি দেখে অখুশি।