রাজগঞ্জ: আর সাতদিন বাদেই ছিল জন্মদিন, তার আগেই অঘটন! বাড়ি থেকে স্কুটি নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা আর তাতেই মর্মান্তিক পরিণতি।
রাজগঞ্জের সন্ন্যাসী কাটা অঞ্চলের লাল স্কুল এলাকার ঘটনা। জানা গেল, ২৯ বছর বয়সী ওই যুবকের নাম অজয় মোদক ওরফে প্রসেনজিৎ। বাড়ি রাজগঞ্জের পাগলারহাট এলাকায়।
এদিন সকাল ১১টা নাগাদ স্কুটি নিয়ে বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই যুবক। লাল স্কুল মোড় এলাকায় আসতেই রাস্তার ওপর আচমকা একটি গরু সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে স্কুটি। একাই ছিল প্রসেনজিৎ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র ছেলে ছিল অজয়। এক বোনের বিয়ে হয়ে গেছে। বাবা ছোটখাটো দোকান করেন। ব্যবসায়িক কাজের সুত্রে শিলিগুড়িতে রোজদিনই যাতায়াত ছিল যুবকের। এরমধ্যেই এমন মর্মান্তিক ঘটনা। শোকের ছায়া এলাকায়।

