পরকীয়ার অভিযোগে এক মহিলার চুল কেটে মারধর গ্রামবাসীদের। ঘটনার খবর পেয়েই রাতেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত পানিকাউরি এলাকার ঘটনা।
শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ এলাকার পেশকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা বিবাহিত। বাড়িতে তার স্বামী সহ দুই সন্তান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে একাধিক বার সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের টানে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেন মাঝেমধ্যেই। এই নিয়ে একাধিকবার সালিশি সভাও হয়েছে।
ঘটনার রাতে এলাকায় নিজের বাড়িতে ফিরে আসেন মহিলা। গ্রামে এই খবর জানাজানি হতেই এলাকাবাসীরা মহিলার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ওই মহিলাকে রাস্তায় বের করে এনে উত্তম মধ্যম দিয়ে চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। ওই রাতেই ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারের বক্তব্য অনুযায়ী, বিষয়টি গম্ভীরভাবে নিয়ে তদন্ত করা হচ্ছে ( ‘টপ মোস্ট প্রায়োরিটি’ ), এই ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধৃতরা হলেন সুকেশ মণ্ডল, কৃষ্ণ দাস, কার্তিক মণ্ডল। রবিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।