রাজগঞ্জ: বিডিও অফিসের পিছনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য ভোটার কার্ড! সাধারণ মানুষের তথ্য কি এতটাই অবহেলিত? এই দৃশ্য সামনে আসতেই উঠছে প্রশ্ন—দায়িত্বে কার গাফিলতি? কীভাবে এল এতগুলো ভোটার কার্ড!
অফিসের সাধারণ কর্মচারীরাও এই বিষয়ে কোনো স্পষ্ট আলোকপাত করতে পারেননি।
বিডিও অফিসে আসা অনেকেই ঘটনাটি শুনে বিস্মিত। তাদের দাবি, এই কার্ডগুলো সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। তবু যদি এগুলো পুরনো হয়, তবে যথাযথভাবে ডিসপোজ না করে এভাবে ফেলে রাখা কেন?
রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল জানিয়েছেন, বিডিও অফিসের পিছনে কার্ডগুলি পড়ে থাকার কথা নয়। এগুলো পুরোনো কার্ড, যেগুলোর পরিবর্তে নতুন কার্ড ইস্যু হয়েছে।
তবে তিনি এটাও বলেন, পুরনো হলেও এগুলো ডিসপোজ করার কথা। কেন এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।
এই ঘটনায় বিডিও অফিসের কর্মচারী ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, এদিনও অফিসে বিডিওকে পাওয়া যায়নি।

