‘রাজগঞ্জে আরও তুহিন তৈরি হোক’, কৃতিকে সংবর্ধনা সুখানি অঞ্চলের

রাজগঞ্জের গর্ব তুহিনকে সংবর্ধনা জানাল সুখানি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে তুহিন এবং তাঁর মা-বাবাকে সংবর্ধনা দেওয়া হয়। পুস্পস্তবক তুলে দেন প্রধান শম্পা দত্ত। অনুষ্ঠানে হাজির ছিলেন ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায়, উপপ্রধান ইজরায়েল হক সহ অঞ্চলের কার্যনির্বাহী সদস্যেরা।

প্রধান শম্পা দত্ত জানান, এলাকায় তুহিনের মত আরও যাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদের উৎসাহ বাড়াতে এলাকাতেই যাতে একটি ফিটনেস সেন্টার তৈরি করা যায় সেব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করা হবে। এদিন বিকেলের অনুষ্ঠান পরিচালনা করেন অরিন্দম ব্যানার্জি‌।

জাতীয় স্তরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেয়ে এলাকার নাম রেখেছে রাগঞ্জের ছেলে সায়ন্তন ওরফে তুহিন। মিস্টার ইন্ডিয়া এবং মিস্টার ইউনিভার্স‌ বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় এবং পঞ্চম স্থান দখল করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেলে সায়ন্তনের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানালেন রাজগঞ্জ দক্ষিন মণ্ডল বিজেপির কর্মকর্তারা। এদিন তুহিনের গলায় উত্তরিয় পরিয়ে দেন জেলা কমিটির সদস্য বিধান ঝা। পুস্পস্তবক তুলে দিয়েছেন দক্ষিন মণ্ডল বিজেপির সভাপতি সুশান্ত রায়। এব্যাপারে বিধান বাবু জানান, রাজগঞ্জের গর্ব সায়ন্তন। আগামীতে আরও বড় জায়গায় পৌঁছাক এই আশা থাকবে। যদিও এদিন সায়ন্তনকে সংবর্ধনা দিতে আসার কথা ছিল সাংসদ ডঃ জয়ন্ত রায়ের। তবে তিনি কর্মসূচিতে ব্যস্ত থাকায় আসতে পারেননি।

About The Author