৮ দিনের উত্তর অভিযানে সিকিমের সিংলিং পৌঁছে গেল রাজগঞ্জ ট্রেকার্স। এবারে তাদের সপ্তম অভিযান। লক্ষ্য দাফেয়ভির পাসে পৌঁছানো। ট্রেকার দলটির গ্রুপলিডার অরিন্দম ব্যানার্জী জানান, আধুনিক যুগের একঘেয়েমি কাটাতে এবং প্রকৃতির রসাস্বাদন করতে এই ট্রেক অভিযান। প্রতিবারই পুজোর পর রাজগঞ্জে তাঁর পরিবার এবং পরিচিতিদের সঙ্গে নিয়ে ট্রেক অভিযানে বেরিয়ে পরেন তারা। তাই দলের নাম দেওয়া হয়েছে রাজগঞ্জ ট্রেকার্স।
গত ২৯ অক্টোবর জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে শুরু হয়েছে তাদের এবারের ট্রেক। দলের অভিযাত্রীদের সংখ্যা ১২। এর মধ্যে রাজগঞ্জ ব্লক থেকে রয়েছেন ৮ সদস্য। তাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে ১ জন, দার্জিলিং থেকে ১ জন এবং কালিম্পং থেকে ২ জন যোগ দিয়েছেন। এই দলের সর্বজ্যেষ্ঠ সদস্য হলেন দার্জিলিংয়ের চেতন নরবু ভুটিয়া (৬৩) এবং সর্বকনিষ্ঠ সদস্য বেদদ্যুতি ব্যনার্জী(১৪)। শনিবার ট্রেকের দ্বিতীয় দিনে সিকিমের সিংলিংয়ে পৌঁছে গিয়েছেন তারা। এখান থেকে আরও প্রায় ৯০ কিমি পথ যাওয়া বাকি। এর আগে ২০১৯ সালে পশ্চিম সিকিম থেকে সিঙ্গালিলা ট্রেক করে ফিরেছেন তারা।
এবছর রাজগঞ্জ থেকে গিয়েছেন মোট ৮ জন। তাদের নাম অরিন্দম ব্যানার্জী, ভোলা দত্ত, সঞ্জিব অগরওয়াল, অভিষেক পাল, সোমা ব্যানার্জী, বেদদ্যুতি ব্যনার্জী, সঞ্জয় দাস এবং আবির মিত্র। সিকিমে গাইড হিসেবে স্থানীয় ২ শেরপা যোগ দিয়েছেন। এছাড়াও আরও ৬ জন হেল্পার হিসেবে থাকবেন দলটির সঙ্গে। শুক্রবার ২৯ তারিখে সকাল সকাল রওনা হয়েছিল অভিযাত্রী দলটি। রাতে তাবু খাটিয়ে বিশ্রাম করে সকাল ৯টা থেকে পথ চলা। এভাবেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন রাজগঞ্জ ট্রেকারসের অভিযাত্রীরা।