রাজগঞ্জ: গুগল ম্যাপে দেখানো পথে এগোতে গিয়ে বিপদে পড়লেন লরি চালক। একইসঙ্গে ভোগান্তির শিকার হলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সাউদাভিটা গ্রামের বাসিন্দারা।
গুগল ম্যাপ দেখে ভুল রাস্তায় ঢুকে গ্রামের মধ্যে তিনদিন ধরে আটকে রইলো ট্রেলার গাড়ি। রাজগঞ্জের সুখানি অঞ্চলের সাউদাভিটার ঘটনা।
সরু রাস্তায় এত বড় গাড়ি ঢোকার জন্য বেশ কয়েকটি বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার শীতের ভোরে বিকট শব্দ হতেই এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসীরা। গাড়িটি উদ্ধার করতে নিয়ে আসা হয় ক্রেন, জেসিবি। ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশও। শেষে তিন দিনের প্রচেষ্টায় মুক্ত হয় গাড়িটি।
স্থানীয় সূত্রে জানা গেল, মঙ্গলবার ভোররাতে গাড়িটি গ্রামে ঢুকে পড়ে। সকালে উঠে গ্রামবাসীরা দেখতে পান গ্রামের রাস্তায় আটকে রয়েছে অতিকায় লরি। পড়ে অল্প অল্প করে মুক্তি পেতে লেগে গেল তিনদিন।
জানা গেল, গাড়িটি উত্তরপ্রদেশের নম্বরের। স্থানীয় এলাকার একটি পোল্ট্রি ফার্মে আসছিল। গাড়ি ফাঁকাই ছিল। রাতে গুগল ম্যাপে ভরসা করতে মারাত্মক কাণ্ড ঘটে।

