রাজগঞ্জ: জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে মোবাইল হারিয়ে ফেলেছিলেন এক পুন্যার্থী। সেই মোবাইল রাস্তায় পেয়ে আসল মালিকের কাছে ফিরিয়ে দিলেন রাজগঞ্জ ট্রাফিক পুলিশের কর্তারা। দামি মোবাইল হাতে ফিরে পেয়ে ট্রাফিক কর্তাদের ধন্যবাদ জানালেন ওই ব্যক্তি।
https://youtu.be/O3eS0-Gtzbc
সোমবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের হাতি মোড় থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। তদন্ত করে জানা যায়, শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড়ের এক বাসিন্দা গৌরাঙ্গর হাত থেকে মোবাইল ফোনটি সেখানে পড়ে গিয়েছিল। এদিকে, বাড়ির কাছে গিয়ে গৌরাঙ্গ টের পান তাঁর মোবাইল ফোনটি সঙ্গে নেই। ফোন করে জানতে পারেন, মোবাইল ফোনটি ফাটাপুকুরে ট্রাফিক পোস্টে জমা রয়েছে। পরে উপযুক্ত প্রমাণ দেখিয়ে রাজগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি অতুল দাসের কাছ থেকে মোবাইলটি ফিরে পান। বহুমূল্য মোবাইল ফোন ফিরে পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মী এবং ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি।