Rajganj TMC: গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে কড়াকড়ি! ১৯ জনকে সাসপেন্ড করল তৃণমূল

রাজগঞ্জ: পঞ্চায়েতে ‘টিকিট না পেয়ে নির্দলে’র হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মী। দলের তরফে তাঁদের সতর্ক করা হয়েছিল, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র না প্রত্যাহার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সভামঞ্চ থেকে গোঁজ প্রার্থীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন৷ সেই মতই শনিবার রাজগঞ্জের এমন ১৯ গোঁজ প্রার্থীকে দল থেকে সাসপেন্ড করে দিল তৃণমূল৷ ব্লক তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিল, দলবিরোধী কাজের জন্যই অনির্দিষ্টকালের জন্য দল তাঁদের বহিস্কার করা হল।

শনিবার রাজগঞ্জের মান্তাদাড়িতে একটি দলীয় অনুষ্ঠানের ফাঁকে রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানালেন, দলের নির্দশ থাকা সত্ত্বেও তাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করেনি‌। রাজগঞ্জের এমন ১৯ জন সাবেক দলীয় নেতাকর্মীকে তাই সাসপেন্ড করা হল। জেলা নেত্রী মহুয়া গোপের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে তিনি জানালেন। অরিন্দমবাবু আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সভা থেকে একাধিকবার সতর্ক করেছিলেন এই ব্যাপারে। তারপরও যারা দলের কথা শোনেনি তাঁদের বিরুদ্ধে জেলার নির্দেশে ব্যবস্থা নেওয়া হল।

গোঁজ প্রার্থীদের তালিকায় রাজগঞ্জ থেকে মোট ১৯ জন রয়েছেন। এদের মধ্যে পানিকাউরি অঞ্চল থেকে ৩ জন, কুকুরজান অঞ্চল থেকে ২ জন, মান্তা‌দাড়ি অঞ্চলের ৩ জন, বিন্নাগুড়ি অঞ্চলের ৩ জন, শিকারপুর অঞ্চলের ৩ জন, সন্ন্যাসীকাটা অঞ্চলের ২ জন এবং মাঝিয়ালি অঞ্চলের ২ জন রয়েছেন। মূলত দলের নির্দশ থাকা সত্ত্বেও তাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করেনি‌ বলেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বলে জানাল ব্লক তৃণমূল নেতৃত্ব।

About The Author