Rajganj: ২৪ ঘণ্টার মধ্যে ফের একাধিক দোকানে চুরি, কাঠগড়ায় প্রশাসন

রাজগঞ্জ: বাজারে ৪টি দোকানে চুরির ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা রাজগঞ্জে। এবারে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে ফাটাপুকুরে দুটি দোকানে চুরির চেষ্টা করল দুষ্কৃতি। একাধিক মালপত্র উধাও। ছিঁচকে চোরের উপদ্রব দেখালেও আসলে এর পেছনে কোনও বড় চক্র আছে কি না প্রশ্ন জেগেছে ব্যবসায়ী মহলে।

বুধবার সকালে ফাটাপুকুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গতকাল রাজগঞ্জে থানার ঢিলছোঁড়া দূরত্বে চুরি হয়েছিল আর ফাটাপুকুরে চুরি যাওয়া দোকানের সামনেই ট্র্যাফিক পুলিশের কর্নার। ব্যস্ত এলাকায় গভীর রাত অবধি মানুষ জেগে থাকেন। এর মধ্যেই চুরি। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ব্যবসায়ী মহল।

মঙ্গলবার সকালে রাজগঞ্জ বাজারে ৪টি দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এইনিয়ে প্রশাসনের বিরুদ্ধে গালমন্দ করতে কসুর করেননি ব্যবসায়ীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই রাতেই ফাটাপুকুরে একটি স্টেশনারি দোকান এবং একটি লটারির দোকানে হানা দেয় চোর বা চোরের দল। স্টেশনারি দোকানে ঢুকে সিগারেট, বিস্কুট, চকোলেট ইত্যাদির মত অন্যান্য জিনিস চুরি হয়েছে। অন্যদিকে লটারির দোকানে তালা ভেঙ্গে ঢুকে কিছু না পেয়ে বাল্ব খুলেই চম্পট দিয়েছেন কীর্তিমান।

বুধবারের ঘটনায় চুরি যাওয়া দোকান মালিক খোকন পাল জানিয়েছেন, তাঁর দোকানে কমকরেও ৩০-৩৫ হাজার টাকার লোপাট হয়েছে। এইনিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। স্থানীয় পঞ্চায়েত অমল কুড়ি রাজগঞ্জের ঘটনার রেশ টেনে এখানেও প্রশাসনিক নজরদারির অভাবকেই দায়ী করেছেন। অন্যদিকে, লটারির দোকান মালিক জানিয়েছেন, উল্লেখযোগ্য চুরি না হলেও দোকানে কিছু না পেয়ে বাল্ব খুলে নিয়ে গিয়েছে।

রাজগঞ্জ বাজারে চারটি দোকানে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফাটাপুকুর দুই দোকানে চুরির ঘটনা সামনে এল। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশেই একটি স্টেশনারি দোকানে চকলেট বিস্কুট সিগারেটসহ একাধিক জিনিসপাতি চুরি হয়েছে। অন্যদিকে আরো একটি লটারির দোকানে চুরির চেষ্টা করে দুষ্কৃতী তবে সেখানে কিছু না পেয়ে দোকানের ভিতর লাইটের বাল্ব খুলে পালিয়ে যায় চোর।

বুধবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাজগঞ্জের চুরির ঘটনার পর থেকেই আতঙ্ক তৈরি হয়েছিল ফাটাপুকুর এর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। দুই দোকানের মালিক প্রশাসনিক নজরদারির ব্যবস্থা চেয়েছেন। স্টেশনারি দোকান মালিক খোকন পাল জানিয়েছেন, তার দোকান থেকে আনুমানিক ৩০-৩৫ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত অমল কুড়ি জানান, জাতীয় সড়কের পাশে এমন ঘটনায় পুলিশের নজরদারি গাফিলতি রয়েছে। তা না হলে এমন ঘটনা ঘটলো কি ভাবে। ফাটাপুকুরেই গত কয়েকদিনে একাধিক ছোটখাটো চুরির ঘটনা সামনে এসেছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় শাসক প্রতিনিধিরা থানায় লিখিত জানিয়েছেন। থানার তরফেও কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে চুরির ঘটনা যেভাবে বেড়েছে সেই নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা।

About The Author