Rajganj: টোল গেটের কর্মীকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি, গুরুতর জখম

টোল ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে টোল গেটের এক কর্মীকেই ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে টোল গেটের কর্মীকে কার্যত উড়িয়ে নিয়ে পালাল গাড়ি। রাজগঞ্জের শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর পানিকাউরি টোল গেটের ঘটনা।

বুধবার বিকেল ৪টা নাগাদ জলপাইগুড়ি থেকে আসা একটি সুইফট ডিজার গাড়ি টোল গেটে এসে দাঁড়ায়। তার কাছে ফাস্ট ট্যাগ না থাকায় গাড়ি ঢুকিয়ে দেয় ভিআইপি রোডে। এরপর কর্তব্যরত কর্মীরা জিজ্ঞাসাবাদ করলে বচসা বেঁধে যায়। কিছুক্ষনের মধ্যেই গাড়ি কিছুটা পিছিয়েই সজোরে সামনের দিকে এগিয়ে আসে গাড়িটি। সেসময় এক কর্মী গাড়িটিকে থামানোর চেষ্টা করলে তাকে টেনে হিঁচড়ে বেশ খানিকটা পথ এগিয়ে যায় গাড়িটি। এই ঘটনায় ওই কর্মী গুরুতর জখম হন। তবে গাড়িটিকে থামানো যায়নি। এদিন সন্ধ্যায় টোল গেটের কর্মীরা সম্মিলিত ভাবে রাজগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ জমা করেছেন। এই ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটিকেও দু’একদিনের মধ্যেই আটক করা হবে। আহত কর্মীর নাম অমিত সিং। তিনি টোল গেটে সুপারবাইজার হিসেবে কাজ করছেন।

About The Author