রাজগঞ্জ থানায় শতাধিক বছরের পুরনো কালীপুজোর প্রস্তুতি

প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে কালী পুজো হয়ে আসছে রাজগঞ্জ থানায়। স্থানীয় ব্যবসায়ী, থানার অফিসার এবং আবাসিকরা মিলে এই পুজো করে আসছেন। এবারও ধুমধাম করে চলছে তার আয়োজন। উদ্যোক্তারা জানান, এই পুজোয় অধিষ্ঠাত্রী মায়ের মূর্তি বেনারস থেকে আনা হয়েছিল। সেই মাতৃমূর্তি বছরের পর বছর ধরে পূজিত হয়। প্রথমে থানার সামনে বাঁশের বেড়া, টিনের চালার একটি ঘড়ে মা কালীর পূজা হতো। পড়ে নতুন পাকা মন্দির করে বেনারস থেকে মা কালির পাথরের প্রতিমা এনে এখানে স্থাপন করা হয়। মনে করা হয়, রাজগঞ্জের উত্তর কালীবাড়ি, দক্ষিণ কালীবাড়ি এবং থানার এই কালীমন্দির ত্রিকোণ সংযোগ তৈরি করে, ওই এলাকায় মা কালী রাতে পরিক্রমা করতেন। পুজোর উদ্যোক্তা সুনীল কুমার দাস, অরিন্দম ব্যানার্জি আরও জানান, আগামী ১২ তারিখ জেলা পুলিশ সুপার এবং বিধায়ককে দিয়ে উদ্বোধন করা হবে এই পুজোর।

About The Author