রাজগঞ্জ: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরেই কম রেশন সামগ্রী বিলির অভিযোগ। ‘বাকিটা পরে দেওয়া হবে’, এই বলে প্রায় ৬ মাস ধরে বঞ্চনা করা হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে মারমুখী হয়ে তেড়ে গেলেন উত্তেজিত জনতা। শুক্রবার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের ফকিরাপাড়া কদুরবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
গ্রামবাসীদের অভিযোগ, দুয়ারে রেশন দিতে এসে প্রতিমাসেই রেশন সামগ্রী কম দিয়ে চলেছেন রেশন দোকানদার। সরকার হয়ত তাদের নামে ন্যায্য পরিমান রেশন পাঠানোর ব্যবস্থা করেন তবে ডিলাররা সেই সামগ্রী দিচ্ছেন না। শুক্রবার কদুরবাজারে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বাদল সেন নামের ওই রেশন দোকানদার। এ বিষয়ে তাঁর বক্তব্য, তিনি নতুন এসেছেন। এলাকাবাসীদের রেশন এতটা বাকি আছে তা তার জানা ছিল না।
এলাকাবাসীরা বলেন, বেশ কয়েক মাস ধরে রেশন সামগ্রী কম দিতে দিতে বহু প্রাপ্য রেশন বাকি পড়ে রয়েছে। আজই সমস্ত রেশন চাই। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা। তবে সমস্যা না মেটায় রেশন ডিস্ট্রিবিউশন বন্ধ রাখা হয়। এই ব্যাপারে অভিযুক্ত রেশন ডিলার জানিয়েছেন, কদিন আগেই তাঁর মা মারা গিয়েছেন। কিছু সমস্যা আছে মিটিয়ে দেওয়া হবে।
এবিষয়ে এলাকার দায়িত্বপ্রাপ্ত এমডি বাইটুল বলেন, রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছে, এমন খবর আমাদের কাছে ছিল না। রেশন থেকে কোনও সামগ্রি কম দেওয়া হয় না। যার যতটা রেশন সামগ্রী ততটাই পাবেন। তাঁর আরও দাবি, এতদিন কেউ অভিযোগ জানায়নি।
তিনি আরও বলেছেন, অভিযুক্ত রেশনে ডিলারের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা নেওয়া হবে। গ্রামবাসীদের কতটা রেশন বাকি আছে তা আলোচনার মাধ্যমে মেটানো হবে। তাঁর কথায়, যদি কোথাও রেশন সামগ্রী দিতে এসে কম দেয় সরাসরি টোল ফ্রি নাম্বারে জানালে বা এলাকা প্রধান পঞ্চায়েতকে জানালেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যাবে।