Rajganj: কর্মীদের মানবিকতায় রক্ষা পেল ৬টি বার্ন আউলের ছানা

অটোমোবাইল সেন্টারের স্টোর রুম থেকে ৬টি বার্ন আউল অর্থাৎ লক্ষ্মী প্যাঁচার ছানা উদ্ধার হল রাজগঞ্জের ফুলবাড়িতে। কর্মীদের মানবিকতায় প্রাণে রক্ষা পেল ছানাগুলি। কাজের সময় পাখির ছানাদের ডাকে কর্মীরা লক্ষ্য করেন, ছ’টি প্যাঁচার ছানা উপরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে। পাশেই সম্ভবত মা প্যাঁচার দেহাবশেষ পড়ে রয়েছে এক পাশে। কর্মীরা সেই ছানাগুলিকে উদ্ধার করে পৌঁছে দেন রাজগঞ্জের পরিবেশকর্মী তাপস কুমার রায়ের হাতে।

রাজগঞ্জ ইভোলিউশন ফাউন্ডেশনের সদস্যদের সহযোগিতায় ছানাগুলির প্রাথমিক দেখভাল করে তুলে দেওয়া হয় জলপাইগুড়ি বনবিভাগের হাতে। তাদের যৌথ উদ্যোগে লাটাগুড়ির নেচার ইন্টারপিটিশন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে ছানাগুলিকে। এই বিষয়ে পরিবেশকর্মী তাপস কুমার রায় জানান, বার্ন আউলের বাচ্চাগুলি সম্ভবত ১৪ থেকে ৪২ দিন বয়সের হবে। একসঙ্গে ৬টি প্যাঁচার ছানা পাওয়া ছোট কথা নয়। এই বিষয়ে ওই অটোমোবাইল সেন্টারের কর্মী টুকাই রায় জানান, ছোট ছোট বাচ্চাগুলিকে দেখে মায়া হল, মামরা ছানা গুলির সঠিক দেখভালের জন্য দাদাদের মাধ্যমে সেগুলি বন্যপ্রাণ বিভাগের হাতে চলে গিয়েছে, শুনে ভালো লাগল।

About The Author