ভেজাল মদ তৈরির ঠেকে হানা আবগারি দপ্তরের, উদ্ধার বিপুল সরঞ্জাম

রাজগঞ্জ: ভেজাল মদ তৈরির কারখানায় হানা দিল আবগারি দপ্তর। দিনভর চলল অভিযান। পরপর গাড়িতে করে রাশি রাশি মদের পেটি, সরঞ্জাম চাপিয়ে আনা হল দপ্তরে। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের পয়াভিটা গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরেই সেখানে ভেজাল মদ তৈরির কারবার চলছিল বলে দাবি স্থানীয়দের। 

শনিবার বিশাল বাহিনী সঙ্গে করে এলাকায় অভিযান চালান আবগারি দপ্তরের আধিকারিকেরা। এলাকার দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদের সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বাড়ির মালিক। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদের বোতল, ভেজাল মদ এবং কিছু সরঞ্জাম উদ্ধার করেছে আবগারি দপ্তরের অধিকর্তারা। উদ্ধার করা হয়েছে ৩০টি ড্রাম। সেগুলি আনাতে ৫টি পিকআপ ভ্যান ঘটনাস্থলে যায়। এলাকায় বড় মাপের অভিযান ঘিরে শোরগোল। 

জানা গিয়েছে, ভেজাল মদ তৈরি করে নামজাদা কোম্পানির লেবেল লাগানো হত বোতলে। ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর দেবিপ্রসাদ দাস জানান, সম্ভবত হোলি খেলাকে সামনে রেখেই নকল মদ তৈরি করা হচ্ছিল। এই মদ বিহারের দিকে পাচার করা হত। যদিও এদিনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এদিন দুটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত ধরা হল। ক’দিন আগেও এরকম অভিযান চালানো হয়েছে। আগামীতেও চলবে।

উদ্ধার হল বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম

About The Author