রাজগঞ্জ: সেতুর নিচ থেকে জেসিবি দিয়ে মাটি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। রাতের অন্ধকারেও মাটি তোলা হচ্ছে বলে অভিযোগ। কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের গৌরীডাঙ্গায় চাউই ব্রিজের নিচে জেসিবি ট্র্যাক্টর নামিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। পুলিশের তরফ থেকে জানা গেল, চাউই ব্রিজ সংলগ্ন নদীতে জলের প্রবাহে যাতে কোনও বাধা না আসে, সেই কারণেই সরকারি ভাবে গ্রামবাসীদের ভালোর জন্যই এই কাজ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, শনিবার রাতভর সেতুর নিচে কাজ চলার পর রবিবার সকাল থেকে ফের মাটি তোলা শুরু হয়েছিল। সেতুর পিলারের পাশ থেকে মাটি খোঁড়া হচ্ছে। এরপরই গ্রামবাসীরা প্রতিবাদ করেন এবং কাজ আটকে দেন। স্থানীয়রা আরও জানালেন, কে বা কারা এখান থেকে অবিরত মাটি তুলে চলেছে তা তাঁদের জানা নেই। এদিন ঘন্টাখানেক কাজ আটকে রাখার পর ঘটনাস্থলে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। তারপর ফের কাজ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেল, প্রশাসনের অনুমতি নিয়ে কাজ হচ্ছে।
গৌরিডাঙ্গা গ্রামের বাসিন্দাদের দাবি, তাদের গ্রামের চতুর্দিক দিয়েই নদী বয়ে চলেছে। ফলে প্রতিবছরই ভাঙ্গন দেখা যায়। সামনে সেতুর নিচ থেকে মাটি উত্তোলন করলে ভাঙ্গন আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ব্যাপারে স্থানীয় প্রশাসন সরকারি কাজ বলেই কার্যত কোন ব্যবস্থা নেওয়ার পক্ষে নয়। ভূমি দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।