রাজগঞ্জ: রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল, রাতে বাড়ি ফেরার পথে হাইরোডে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। মাত্র ২১-এই নিভে গেল জীবন প্রদীপ। আহত আরও এক বন্ধু। শোকের ছায়া রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলের গধেয়াগছ গ্রামে।
রবিবার রাতে সারিয়াম এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম মহম্মদ মুফতি আজম। অনুপ মজুমদার নামে আরও এক যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ফটোগ্রাফির কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু বলে জানালেন মুফতির বাবা।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, দুই বাইকে চার বন্ধু মিলে তালমা এলাকায় ফটোগ্রাফির কাজ করতে গিয়েছিল। রাত ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি গাড়ি মুফতির বাইকে ধাক্কা মারে। বাইকে থাকা ওই দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হয়। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মুফতিকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ওই পরিবারটির সঙ্গে দেখা করে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকের হোসেন।
মালদার খবর: রাজ্যের ৭০ হাজার টাকা অনুদানের ভরসায় এলাহি আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। প্রচুর টাকা খরচা করে মণ্ডপ বানাতে দিয়েছেন। রাজ্য সরকারের অনুদান পাওয়ার জন্য তারা অনলাইনে ঠিকঠাক আবেদনও করেছিলেন। সব হয়ে যাবে, এমনটা কথা থাকলেও শেষে হঠাৎ করে প্রশাসন জানিয়ে দিল, এসডিও, ডিএম-এর পারমিশন না থাকায় তারা এবারে সরকারি অনুদান পাবেন না। সরকারের দেওয়া ৭০ হাজার টাকা অনুদান না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন মালদার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রামের দৌলতপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির উদ্যোক্তারা। অনুদানের ভরসায় ওই পুজো কমিটি তিন লক্ষ টাকা ব্যয় করে পুজো মন্ডপ, আলোকসজ্জার কাজ শুরু করে দিয়েছেন। অনুদান না পেলে কিভাবে এতো টাকা জোগার করবেন তা ভেবে মাথায় হাত পুজো কমিটির। উদ্যোক্তারা ভেবেছিলেন, এবারে লক্ষাধিক মানুষের সমাগম হবে, কিন্তু অনুদান না পেয়ে বিপদ হল।