রাজগঞ্জ: দীর্ঘ দিন ধরেই গ্রামের বেশ কিছু বাড়িতে বিক্রি হচ্ছিল মদ। মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে এলাকার কিশোর যুবকেরা, নেশার জেরে সংসারে অশান্তি লেগেই রয়েছে। তাই বাধ্য হয়ে মদের বিরুদ্ধে অভিযানে নামলেন এলাকার মহিলারা। খবর পেয়ে ছুটে এল পুলিশ।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের আদর্শপল্লী ভেলকিপাড়া এলাকায় মহিলাদের খবরদারিতে ঘটনাস্থলে এল পুলিশ। অবৈধ মদ বিক্রেতাদের বাড়িগুলিতে অভিযান চালানো হল। প্রমিলা বাহিনীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাহুডাঙ্গি সংলগ্ন আদর্শপল্লী গ্রামের বেশকয়েকটি বাড়িতে মদ এবং অন্যান্য নেশার সামগ্রী বিক্রি করা হচ্ছে। একাধিক বার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও বিক্রি বন্ধ হচ্ছিল না। নেশার ঠ্যালায় সংসারে রোজকার অশান্তি। তাই এলাকার মহিলারা পথে নামল। খবর পেয়ে পরে সেখানে নিউ জলপাইগুড়ি থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ আসে। বাড়ি বাড়ি ঘুরে দেখেন তাঁরা।