রাস্তায় ভাঙ্গন! বড়সড় দুর্ঘটনার শঙ্কা রাজগঞ্জের রাস্তায়

রাজগঞ্জ: ফাটাপুকুর থেকে রাজগঞ্জ যাতায়াতের একমাত্র রাস্তার একটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। রাজগঞ্জ বিডিও অফিস পেরিয়েই সেচ ক্যানালের কালভার্ট‌ সংলগ্ন রাস্তার মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে গর্ত। নিচের মাটি সরে অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সেই অবস্থায় ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

রাজগঞ্জের তোতাইগছে সেচ ক্যানালের কালভারটের বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ভেঙ্গেছে রাস্তা। দূর থেকে সামান্য মনে হলেও কাছে গেলেই দেখা যাবে রাস্তার নিচে মাটি সরেছে অনেকখানি। যাত্রীদের বোঝার জন্য গর্তের পাশে কয়েকটি পাথর দেওয়া হয়েছে মাত্র। স্থানীয়দের দাবি, প্রায় ৩ মাস ধরে এই অবস্থা। টানা বৃষ্টির জন্য অল্প অল্প করে ভাঙন বড় হয়েছে। ওই রাস্তায় রাত দিন প্রচুর গাড়ি যাতায়াত করে। ফলে ভাঙ্গন আরও বড় হচ্ছে। এলাকার প্রশাসনকে মৌখিক জানানো হয়েছিল, তবে এখনও কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি। স্থানীয় পঞ্চায়েত স্বর্ন‌জিত রায় জানান, বিষয়টি উর্দ্ধ‌তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবিলম্বে ব্যবস্থা হবে বলে তিনি আশাবাদী।

About The Author