রাজগঞ্জ: প্রথম রাজ্যভিত্তিক সেইকো-কাই স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ (West Bengal Seiko-Kai State Karate Championship 2022) অনুষ্ঠিত হল কলকাতার কইখালিতে। সেখানে জলপাইগুড়ি জেলা থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্রতিযোগী। তাদের মধ্যে রাজগঞ্জ থেকেই অংশ নিয়েছে ১২ জন। প্রত্যেকেই এই প্রতিযোগিতায় কৃতিত্ব প্রদর্শন করেছেন। তাদের মধ্যে ৬ জন পেয়েছেন পুরস্কার। সোনা পেয়েছেন ২ জন, পিউ রায় এবং শম্পা রায়। ব্রোঞ্জ জিতেছেন ৪ জন। সুমিতা মণ্ডল, জিত দত্ত, সৌরভ বর্মন, দেবব্রত গোস্বামী।
জলপাইগুড়ি সেইকো-কাই ক্যারাটে অ্যাসোশিয়েশনের (Jalpaiguri Seiko-Kai Karate Association) প্রেসিডেন্ট ঋজু ধর (Riju Dhar) জানান, তাদের নজরকাড়া সফলতায় খুশি। দীর্ঘ কয়েক বছর ধরেই রাজগঞ্জের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কৃতিত্ব তুলে ধরছেন। গত রবিবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। সেখানে ৩৫৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। রাজগঞ্জ থেকে মোট ১২ জন অংশ নেয় এতে। প্রত্যেকের পারফরম্যান্স দুর্দান্ত। তিনি আরও জানান, রাজগঞ্জের ছেলেমেয়েদের যোগ্যতা থাকলেও সবার পক্ষে তাদের পরিবারের তরফে পরিকাঠামোগত সুবিধা দেওয়া মুখের কথা নয়। তাছাড়া এই ব্যাপারে বিভিন্ন মহলে জানিয়েও বিশেষ কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না।
মঙ্গলবার বিকেলে রাজগঞ্জ শ্রী সংঘ মাঠে প্রতিযোগীদের প্রত্যকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল। শংসাপত্র প্রদান অনুষ্ঠানে অ্যাসোশিয়েশনের (Jalpaiguri Seiko-Kai Karate Association) প্রেসিডেন্ট ঋজু ধর ছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি স্বপন রায় এবং ট্রেজারার মিঠু রায়।