Rajganj: পুলওয়ামায় শহিদদের স্মরণ পড়ুয়াদের

১৪ ফেব্রুয়ারি দিনটিতে অনেকেই হয়ত ভ্যালেন্টাইন’স ডে উদযাপনে ব্যস্ত। তবে ২০১৯ সালে এই দিনটিতেই পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪০ জন বীর জওয়ান। তাই এই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে অনেকেই আবার Black Day হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করে বা স্ট্যাটাস আপডেট করে দিনভর শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মোমবাতি মিছিলও।

রাজগঞ্জের ফাটাপুকুর মনিপুরে স্থানীয় কিশোর-যুবকেরা মোমবাতি জ্বালিয়ে শহিদ স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। উদ্যক্তাদের তরফে স্বরাজ শীল জানান, দেশের বীর সেনাদের আত্মবলিদান কেউ যেন না ভুলে যায় সেকারনেই এই উদ্যোগ জরুরী। রাজগঞ্জ কলেজে স্থানীয় পড়ুয়াদের উদ্যোগেও এদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শহিদ স্মরণ করা হয়।

About The Author