ইদ নিয়ে প্রশাসনিক বৈঠক রাজগঞ্জ থানায়

আসছে ইদ নিয়ে রাজগঞ্জ থানায় একটি প্রশাসনিক বৈঠক হল সোমবার বিকেলে। রমজান মাস শেষে আগামী ২২ তারিখে ইদ উদযাপিত হবে। রাজগঞ্জ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার ইমাম এবং গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক হল। জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ সেন উপস্থিত ছিলেন। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, এলাকার প্রায় ২০টি জায়গায় নামাজ আদা করার ব্যবস্থা করা হচ্ছে। শান্তিপূর্ণ ভাবে ইদ উদযাপিত হোক সেই উদ্দেশ্য নিয়েই এদিন বেলা ৩টা আগাদ বৈঠক করা হল। 

About The Author