বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন! ইউনুসের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ বাম ছাত্রদের

রাজগঞ্জ: বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ ভারতের মাটিতেও। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে বাম ছাত্র সংগঠনের কর্মীরা বিক্ষোভে সামিল হন। তাঁরা মোহাম্মদ ইউনূসের ছবি জ্বালিয়ে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে তাঁরা তীব্র প্রতিবাদ করছেন।

বিক্ষোভকারীরা বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ যে দেশের মাটিতেই হোক না কেন, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে বাম সংগঠন। দীপু দাসের হত্যার পাশাপাশি এরাজ্যে কয়েকদিন আগে গীতা পাঠের অনুষ্ঠানে এক মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনাও তাঁরা তুলে ধরেন। তাদের কথায়, সংখ্যালঘুরা যে দেশের মাটিতেই হোক না কেন ধর্ম নিয়ে অত্যাচার হলে সেই ঘটনার প্রতিবাদ সবসময়ই করবে বাম সংগঠন। এদিনের কর্মসূচিতে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ধ্বংসের ঘটনাতেও প্রতিবাদ জানানো হয়।

  • বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে রাজগঞ্জে বাম ছাত্রদের বিক্ষোভ। মোহাম্মদ ইউনূসের ছবি জ্বালিয়ে প্রতিবাদ, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব তরুণরা। ছায়ানট ধ্বংসের নিন্দাও জানানো হয়।

About The Author