পড়াশোনা সামলে ভোটের লড়াইয়ে! প্রচারে নজর কাড়ল কনিষ্ঠা পঞ্চায়েত প্রার্থী প্রীতিরানী

রাজগঞ্জ: পড়াশোনা সামলে গ্রাম দখলের লড়াইয়ে! মাত্র ২২ বছর বয়সে পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জের কনিষ্ঠা বিজেপি প্রার্থী হয়ে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রীতিরানী সরকার। বাড়ি বাড়ি গিয়ে সারছেন ভোটের প্রচার।

জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রীতিরানী। বয়স মাত্র ২২ বছর৷ এত কম বয়সে রাজনীতির ময়দানে নেমে নজর কেড়েছে সকলের।

মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি এবারে ভোটের ময়দানে নেমেছেন। বুধবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে যায় প্রীতিরানী সরকারকে।

প্রীতিরানী বলেন, যুব সমাজের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তার বিরুদ্ধেই লড়াই করতে আমার রাজনীতিতে আসা। এলাকার সামগ্রিক উন্নয়ন সহ জলনিকাশির ব্যবস্থা করতে হবে। এছাড়া যাদের ঘরের দরকার তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া, ইত্যাদি অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে।

বুধবার তাঁর সঙ্গে প্রচারে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী ধনঞ্জয় মল্লিক। তিনি বলেন, বিন্নাগুড়ি ৪২ নম্বর বুথের প্রার্থী প্রীতিরানী সরকারকে নিয়ে প্রচার শুরু করেছি। ভালো সাড়া মিলছে। জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদী তিনি।

About The Author