মন্দিরে গাঁজা সেবনে নিষেধ করায় পুরোহিতকে খুন! গ্রেপ্তার ২

মন্দিরে গাঁজা খেতে বাধা দেওয়ায় পূজারীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করল এলাকারই দুই যুবক। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের আমবাড়ি এলাকার ঘটনা। রাজগঞ্জের আমবাড়ির ব্যারেজ সংলগ্ন শ্রীশ্রী মা গঙ্গা মন্দির সৎসঙ্গ ধাম থেকে পূজারী প্রহল্লাদ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁকে খুনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই দুই অভিযুক্ত মন্দিরে গিয়ে প্রায়সই গাঁজা সেবন করতেন। মন্দিরের পূজারি তাদের বাধা দেন। গত ১২ সেপ্টেম্বর তাদের মধ্যে বচসা বাধে। সেসময় গলায় ফাঁস লাগিয়ে পূজারীকে মেরে ফেলেন ওই দুই যুবক। পরদিন সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা জানান, গায়ে আঘাতের চিহ্ন মেলে। খুনের অভিযোগ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পূজারীর ছেলে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই দুই যুবক পলাতক ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন রাতে এলাকার হরিচরণভিটা ও গোকুলভিটা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে। ধৃতরা হল উত্তম রায় ( ২১ ) ও বিক্রম ভৌমিক( ১৯ )। শুক্রবার ধৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন করে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।

About The Author