তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, টাকিমারিতে গ্রেপ্তার বিজেপি কর্মী

রাজগঞ্জ: ভোটের আগের দিন রাজগঞ্জের বিভিন্ন জায়গা থেকে দলীয় হিংসার অভিযোগ সামনে আসছে। মান্তাদারি অঞ্চলের টাকিমারিতে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ শাসকদলের। সেই ঘটনায় এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, রাজগঞ্জের সুখানি মাহানপাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর পাশাপাশি পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন নেতা কর্মীরা। সেখানে প্রতিদ্বন্দ্বী এসইউসিআই-এর বিরুদ্ধে অভিযোগ করে রাজগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। দুটি ঘটনাতেই বিরোধীরা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের সাজানো ঘটনা বলে দাবি করেছে।

রাজগঞ্জ সুখানী অঞ্চলের মাহানপাড়া বুথে বৃহস্পতিবার রাতে কেউ বা কারা তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগায় বলে অভিযোগ। ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে লড়ছেন এসইউসিআই প্রার্থী নাসির মহম্মদ। তৃণমলের তরফে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে। যদিও এসইউসিআইয়ের দাবি, শেষ লগ্নে  সন্ত্রাস করছে তৃণমূলই। নিজেদের অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে। ভোটের একদিন আগে মানুষের মধ্যে ভুল প্রচার করতে চাইছে তৃণমূল।

শুক্রবার ভোরে টাকিমারি বাজারের কাছে তৃণমূলের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে দাবি। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। সেই আগুনে বেশকিছু নথীপত্র এবং চেয়ার পুড়ে গিয়েছে বলে দাবি। ঘটনার পরই তৃণমূলের তরফে অভিযোগও দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রামকানাই মন্ডল নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে। তার প্রতিবাদে মিলনপল্লি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নির্বাচনের আগে ভয় পেয়েছে। তারা জানে তারা হারবে। তাই নিজেরাই কার্যালয়ে আগুন ধরিয়েছে। বিজেপিকে ফাঁসানো হচ্ছে। ঘটনার পরই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করানো হয়।

About The Author