রাজগঞ্জ: দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনে যোগাযোগ; এরপর হঠাৎ একদিন ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বেরিয়ে ভিন রাজ্যের এক যুবকের সঙ্গে বেপাত্তা হয়ে গেল নাবালিকা। এদিকে, সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে ফিরে না আসায় চিন্তায় পড়ে বাড়ির লোকজন। সেইসময় ফোন করেই ওই যুবক তাদের জানিয়ে দেন, ‘মেয়ে’ তার সঙ্গে আছে, ভালোই আছে। সেই রাতেই রাজগঞ্জ থানায় জানায় পরিবার। ঘটনার এক মাস পর নাবালিকাকে উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করল পুলিশ। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটায় ভারত-বাংলাদেশ সীমান্তে নাকুগছ এলাকার ঘটনায় চাঞ্চল্য।
রাজগঞ্জের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের নাকুগছ এলাকার গুগরিভিটা গ্রামের এক নাবালিকাকে অপহরণের অভিযোগ জানিয়ে থানায় ডায়েরি করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত নেমে অবশেষে উত্তরপ্রদেশের কাকরলি থানার অন্তর্গত মুজাফ্ফরনগর থেকে নাবালিকাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ হয় ছেলেটির। এরপর সম্ভবত যুবকের কথায় এসে তার পাতা ফাঁদে পা দিয়ে বাড়ি ছাড়ে নাবালিকা। ঘটনার পরই রাজগঞ্জ থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে উত্তর প্রদেশের মুজফ্ফরনগর থেকে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির মা জানিয়েছেন, ওই যুবক ফোন করে মেয়ের খোঁজ দিচ্ছিল। ঘটনার আগে থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি।
IO SI Subrata Saha of Rajganj PS under Jalpaiguri District Police recovered one minor victim girl of Bogrivita, Nakugachh, Rajganj from Kakroli PS area, Mujaffarnagar, Uttar Pradesh in c/w Rajganj PS case no – 337/22 Dt – 04.06.22 U/S 363/365 IPC.@WBPolice pic.twitter.com/c0tT4ThpTQ
— Jalpaiguri Police (@JpgPolice) July 3, 2022