গরু পাচারকারী সন্দেহে ১ বাংলাদেশীকে আটক করল BSF

গরুপাচারকারী সন্দেহে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী ব্যক্তিকে পাকড়াও করল বিএসএফ। রাজগঞ্জের গিরনগছ বিওপি এলাকার ঘটনা। ধৃতকে রাজগঞ্জ থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। যুবকের নাম আলামিন হুসেন (২৮)। তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই ব্যক্তি সীমান্ত সংলগ্ন খুদিভিটা এলাকায় ঘোরাঘুরি করছিল। সীমান্তে পাহারারত বিএসএফ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। তখন ওই যুবককে পাকড়াও করে পুলিশ হাতে তুলে দেয়। ধৃত যুবক এপার থেকে মহিষ নিতে সীমান্তের সাহু নদী দিয়ে এদেশে প্রবেশ করে বলে পুলিশের জেরায় স্বীকার করেছে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

About The Author