মদ্যপের কীর্তি! প্রতিবেশীর খড়ের গাঁদায় আগুন দিয়ে ছুট, পুলিশের হাতে আটক

রাজগঞ্জ: শীতের রাতে প্রতিবেশীর খড়ের গাঁদায় আগুন দিয়ে ছুট। তাড়াহুড়োয় নিজের মোবাইল ফোন ফেলে যায় সেখানেই। কীর্তি ফাঁস হতেই কীর্তিমানকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে কিছুটা তফাতে আরও একটি কাঠের বোঝাতেও আগুন লাগানোর অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

রাজগঞ্জের সুখানি অঞ্চলের মালিপাড়ার ঘটনা। শনিবার রাতে পৌনে দশটা নাগাদ স্থানীয় বাসিন্দা আইজুল রহমানের বাড়ি সংলগ্ন তাদের খড়ের গাঁদায় আগুন লাগে। আগুন দেখে ছুটে আসেন প্রতিবেশীরাও। সেখানেই একটি মোবাইল পরে থাকতে দেখে কীর্তিমানের কথা জানতে পারেন সকলে। এলাকাবাসীদের অভিযোগ, ওই ব্যক্তির নাম অবিনাশ পাল (৪৫)। বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকেন এবং এলাকায় টুকটাক ঝামেলা করতেই থাকেন। সম্ভবত মাতলামির ঘোরেই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান গ্রামবাসীদের।

খড়ের গাঁদায় আগুন লাগানোর ঘটনায় ওই বাড়ির সদস্য আলিয়ার রহমান জানান, শনিবার রাতে আনুমানিক পৌনে দশটা নাগাদ তাদের অন্য এক প্রতিবেশীর ডাকে বাইরে এসে দেখেন এই কাণ্ড। খড়ের গাঁদায় এবং বাগানের পাশে রাখা একটি জ্বালানি কাঠের বোঝায় আগুন জ্বলছে। খড়ের গাঁদার সামনেই অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোন পরে থাকতে দেখা যায়। এরপর খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পুলিশ এসে গ্রামবাসীদের অভিযোগ শুনে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। সকালে এব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কি কারণে অভিযুক্ত ব্যক্তি এই কাণ্ড ঘটালেন তা এখনও স্পষ্ট নয়।


About The Author