‘ইয়ুথ পার্লামেন্ট’ প্রতিযোগিতায় নজর কেড়েছে রাজগঞ্জ এমএন হাইস্কুল

রাজগঞ্জের আটটি হাইস্কুলকে নিয়ে ‘ইয়ুথ পার্লামেন্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। সেখানে সকলের নজর কেড়েছে রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের পড়ুয়ারা। ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠানে মনোমিতা, বিশাল, আরনিক, শামিমদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। সামগ্রিক ভাবে ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতায় কিছু না হতে পারলেও বেস্ট পার্লা‌মেন্টিয়ান হয়েছে ক্লাস নাইনের বিশাল। এর সঙ্গে তাৎক্ষনিক বক্তৃতায় সেরা হয়েছে তাপশ, প্রবন্ধ লেখনিতে সেরা হয়েছে সঞ্জিতা। স্কুলের ছেলেমেয়েদের উৎসাহ দেখে আপ্লুত শিক্ষক এবং সহতীর্থরা। অনুষ্ঠানের জন্য বাচ্চাদের তৈরি প্রশিক্ষণ দিয়েছেন স্কুলের শিক্ষক রমেশ দাস। তিনি বলেন, এই অনুষ্ঠানে স্কুলের ১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা যথেষ্ট প্রশংসার। বাচ্চাদের উৎসাহ বাড়িয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপেন রায়। তিনি জানান, গত শুক্রবার রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলে এই অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জের বিধায়ক সহ অন্য বিশিষ্ট জনেরা। রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের পড়ুয়াদের পারফরম্যান্স সকলকেই মুগ্ধ করেছে।

প্রসঙ্গত, শুক্রবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আটটি বিদ্যালয়কে নিয়ে এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা স্পিকার, মন্ত্রী, সাংসদ ইত্যাদি ভূমিকায় যুব সংসদে অংশ নিয়েছিলেন। আয়োজক স্কুল কেবলপাড়া হাই স্কুল ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল রাজগঞ্জ এমএন হাইস্কুল, ফাটাপুকুর সারদামনি হাইস্কুল, আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন হাইস্কুল, ফুলবাড়ি হাইস্কুল, বেলাকোবা হাইস্কুল, মান্তাদাড়ি হাইস্কুল ও সালুগাড়া হাইস্কুল। এই অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহদেব দাস জানিয়েছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মূল কারণ ছাত্রছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা।

About The Author