Rajganj: বিডিও, আইসি-র ছোঁড়া বলে জোড়া বাউন্ডারি হাকালেন বিধায়ক

বিডিও এবং থানার আইসি-র ছোঁড়া বলে পরপর বাউন্ডারি হাকালেন বিধায়ক। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শ্রী সংঘ ফুটবল মাঠে আটদলীয় নকআউট একশো বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। খেলার উদ্বোধন করতে গিয়ে মাঠেই নেমে পড়লেন রাজগঞ্জের প্রশাসনিক কর্তারা। বল ছুঁড়লেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারও। অন্যদিকে, ব্যাট ধরলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। দুজনের ছোঁড়া বলেই পরপর বাউন্ডারি হাকালেন খগেশ্বরবাবু।

শ্রী সংঘ ক্লাব আয়োজিত স্বর্গীয় নিখিলেশ অগরওয়াল রানিং চ্যাম্পিয়ন ট্রফি এবং শ্রী সংঘ ক্লাব রানিং রানার্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল এদিন। প্রথম দিন, বিএসকে বলরাম এবং এওয়াইটি মালদার মধ্যে খেলা হয়। বিজয়ী হয় বিএসকে বলরাম। প্রথমে ব্যাট করতে নামে এওয়াইটি মালদা। সবকটি ইউকেট হারিয়ে রান করে ১৪২। জবাবে, ৯ ওভার ৪ বলে ৩ ইউকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বিএসকে।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায়, বিডিও পঙ্কজ কোনার এবং থানার আইসি পঙ্কজ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায়, স্থানীয় প্রধান শম্পা দত্ত, পঞ্চায়েত এবং শ্রী সংঘ ক্লাবের কর্তা-সদস্যেরা।

About The Author