ফের SIR আতঙ্কে মৃত্যু! রাজগঞ্জে গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

রাজগঞ্জ: ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিধানসভার অন্তর্গত বিন্নাগুরি অঞ্চলে।

শুক্রবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে স্থানীয় বাসিন্দা ভুবনচন্দ্র রায় (৬৭)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন বা গণনা ফর্ম না-আসায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই আতঙ্কই তাঁকে চরম পদক্ষেপে ঠেলে দেয় বলে অভিযোগ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ভুবনবাবু কয়েক দিন ধরে অস্বস্তিতে ছিলেন। মেয়ের নাম বাদ পড়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গাফিলতির জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। অন্যদিকে শাসকদল বলছে, বিষয়টি তদন্তসাপেক্ষ।

প্রশাসন জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে ইঙ্গিত, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কোনও অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

About The Author