Rajganj: জাতীয় সড়কে ট্রাকের পেছনে ধাক্কা, আহত ১

রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। তুবড়ে গেল সামনের অংশ। জখম গাড়ির চালক। রাজগঞ্জের মহানভিটা আই হসপিটাল সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে রবিবার পৌনে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেল, এদিন বিকেলে পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে ট্রাকটির পেছনে। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকে বসে থাকা চালক এবং সহ চালকের তেমন কোনও ক্ষতি না হলেও ছোট চার চাকা গাড়ির চালক আহত হয়েছেন। অনিয়ন্ত্রিত গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে গাড়ি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

About The Author