রাজগঞ্জ: নিত্য যাতায়াতের রাস্তা ঘেঁষে ড্রেন খোঁড়া নিয়ে জমির মালিক এবং গ্রামবাসীদের মধ্যে বাদানুবাদ। গ্রামবাসীদের দাবি, জমির মালিক হলেও গ্রামবাসীদের যাতায়াতের জন্য রাস্তা ছেড়ে ড্রেন খোঁড়া উচিৎ ছিল। তবে জমির মালিক সেই দাবি মানতে নারাজ। তাঁর কথায়, ‘আমার জমি, আমি করতেই পারি।’ রাস্তা এতটাই সরু, সেখান দিয়ে না ঢুকবে অ্যাম্বুল্যান্স, না ঢুকবে দমকল। গ্রামাবসিদের অভিযোগ, যাতায়াতে অসুবিধা হবেই। এই নিয়ে দুই পক্ষের মধ্যে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছে রাজগঞ্জের কুকুরজান এলাকার দুয়ারিখাড়িতে। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত আইন মেনে বিষয়টি মেটানোর পক্ষে রয়েছেন।
জানা গিয়েছে, দুয়ারিখাড়ি গ্রামে একটি সরু রাস্তা বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা। ওই রাস্তা দিয়ে রিক্সা অবধি ঢোকার কায়দা নেই। অ্যাম্বুল্যান্স বা দমকল তো দুরেই থাক। এমনই অবস্থা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। এদিকে, গ্রামের মাথার দিকের এক বাসিন্দা রাস্তার পাশের তাঁর জমিতে রাস্তা ঘেঁষা ড্রেন কেটেছেন। গ্রামবাসীদের অভিযোগ, ড্রেন খুঁড়ে রাস্তা আরও সরু হয়ে গিয়েছে। আর এই নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। ঘটনার পরই থানায় ছুটে যান জমির মালিক। যদিও প্রশাসনের দাবি, নিয়ম অনুযায়ী যাতায়াতের রাস্তা ছেড়ে কাজ করা উচিৎ। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন। সমস্যা না মিটলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলে তাঁর বক্তব্য।