রঙের উৎসবে অবৈধ মদ বিরোধী অভিযান পুলিশের। রাজগঞ্জের নিউ জলপাইগুড়ি সংলগ্ন কয়েকটি এলাকায় আবারও বিপুল পরিমাণ অবৈধ মদ আটকান হল।
পুলিশ সূত্রে খবর, ১ হাজার ১২৮ লিটার অবৈধ মদ উদ্ধার হয়েছে। কয়েক হাজার মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। বোতলের ওপর কিছু নামি কোম্পানির নকল ট্যাগ লেবেল লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও কিছু ফাঁকা বোতল এবং বেশ কিছু নেশার সামগ্রীও অভিযান চলাকালীন উদ্ধার হয়েছে। যদিও অবৈধ মদের কারবারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
আবগারি দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে কদিন ধরেই এই অভিযান চলছে। সোমবার রাজগঞ্জের শিকারপুরে চোলাই মদের ঠেক গুড়িয়ে দিয়েছিল পুলিশ। এবার নিউ জলপাইগুড়ি সহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার হল। যদিও ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

