রাজগঞ্জের হিন্দু নাগরিক জাগরণ মঞ্চের তরফে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল বের করা হয়। যা রাজগঞ্জের কালিনগর থেকে রাজগঞ্জ বাজার পরিক্রমা করে সুভাষপল্লীতে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশের ঘটনায় প্রয়াতদের উদ্দ্যেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার বিকেলে এই মিছিলে পা মেলান প্রায় ৬০ জন। সেখানে রাজগঞ্জের সুখানি, মাঝিয়ালি অঞ্চলের বিভিন্ন এলাকার লোকজনেরা অংশ নেয়।
তাদের তরফে রাজেশ পাল জানান, বাংলাদেশের কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। সেখানে ধর্মীয় উস্কানি লাগিয়ে সঙ্খ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। যদিও এই মিছিল আয়োজিত হয়েছে অরাজনৈতিক ভাবেই।