রাজগঞ্জ: দোকান না সরালে ভেঙ্গে দেওয়া হবে। এমন নির্দেশ এতেই হাট কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বচসা ব্যবসায়ীদের। শনিবার রাজগঞ্জের শিকারপুর হাটে এই ছবি ধরা পড়ল। হাটের যেখানে সেখানে দোকান না বসিয়ে নবনির্মিত হাট শেডের নিচে দোকান স্থানারের নির্দেশ প্রশাসনের। না মানলে দোকান ভেঙ্গে দেওয়ার নির্দেশ। শনিবার সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসা বাধে বাজার কর্তৃপক্ষের।
রাজগঞ্জের শিকারপুর হাটে শনিবার সাপ্তাহিক হাটের দিনে সকালে দোকানে বসতে গেলেই শুরু হয় ঝামেলা। ব্যবসায়ীদের অভিযোগ, হুট করে দোকান সরানোর নোটিশ দিয়ে জানানো হয়েছে। অল্প সময়ে অন্যত্র দোকান বসানো সম্ভব নয়। হাট কর্তৃপক্ষ যথেষ্ট সময় দেয়নি। এর আগে তাঁরা যে যার সুবিধামত দোকান খুলে বসে ব্যবসা করতে পারতেন। তবে এখন আর সেই কায়দায় ব্যবসা করে যাবে না।
হাট কর্তৃপক্ষের দাবি, এব্যাপারে আগে থেকেই নোটিশ দিয়ে জানানো হয়েছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সুবিধার্থে ৪২টি হাট শেড তৈরি করে দেওয়া হয়েছে। সেখানেই শ্রেণীবদ্ধ ভাবে দোকান বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে দোকান ভাঙ্গা হবে। এই ব্যাপারে লিখিত নির্দেশ রয়েছে।
এদিন শিকারপুর হাটে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবেই ৪২টি হাট শেড তৈরি করে দেওয়া হয়েছে। কদিন আগে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন। তারপরও দোকান সাজিয়ে সেখানে বসছেন না ব্যবসায়ীরা। এভাবে চলতে দেওয়া যাবে না।