রাজগঞ্জ: শোওয়ার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের জুগ্নিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি রায় (২১)। স্বামীর নাম বাসুদেব রায়। প্রায় ৪ বছর আগে বিয়ে হয়েছিল তাদের। রবিবার সকাল আনুমানিক দশটায় ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে রান্নার জোগাড় করছিল পিঙ্কি। স্বামী বাসুদেব রায় তাদের দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে বাড়ির বাইরে যান। কিছুক্ষন বাদে এসে দেখেন তার স্ত্রী তাদের ঘরের সিলিং থেকে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তার আগেই ঝুলন্ত দেহ নামিয়ে আনেন পরিবারের লোকেরাই। এরপর দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

