রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ, জমি দেখল প্রশাসন

রাজগঞ্জ । ৩০ জুন, ২০২১: এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে রাজগঞ্জে।

বুধবার সকালে বিডিও অফিস সংলগ্ন মাঠে জমি পরিদর্শন করেন জেলা দমকল বিভাগের ডিভিশনাল অফিসার। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও নরবু চেওয়াং শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারসহ এলাকার তৃণমূল নেতারা।

বিধায়ক জানান, পঞ্চায়েত সমিতির তরফে প্রায় দেড় বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। সেখানে দমকল কেন্দ্র ছাড়াও প্যারেড গ্রাউন্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি ব্যারাক তৈরির পরিকল্পনা রয়েছে। পাশের পুকুরটিকেও কেন্দ্রের আওতায় আনা হবে।

দমকল বিভাগের আধিকারিকরা জমির অবস্থান ও পরিকাঠামো খতিয়ে দেখেন। আগামী ২ জুলাই বিধানসভায় গিয়ে দমকল মন্ত্রীর সঙ্গে এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিধায়ক।

About The Author