রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ, জমি দেখল প্রশাসন

রাজগঞ্জবাসির দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বুধাবার দমকল কেন্দ্র তৈরির জন্য জমি পরিদর্শন করলেন জেলা এবং রাজগঞ্জের প্রশাসনিক অধিকর্তারা।

বুধবার সকাল ১১টা নাগাদ রাজগঞ্জের বিডিও অফিস সংলগ্ন একটি মাঠ ঘুরে দেখলেন জেলা দমকল বিভাগের ডিভিশনাল অফিসার। এদিন জমি পরিদর্শনে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এনসি শেরপা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের আইসি পঙ্কজ সরকার প্রমুখ। বিধায়ক খগেশ্বর রায় জানালেন, পঞ্চায়েত সমিতির তরফে জমি দেওয়া হচ্ছে। প্রায় দেড় বিঘা পরিমাণ জমির ওপর তৈরি করা হবে দমকল কেন্দ্রটি। এর সঙ্গে তৈরি করা হবে প্যারেড গ্রাউন্ড। ডিসাস্টার ম্যানেজমেন্টের জন্য একটি ব্যারাকও তৈরির পরিকল্পনা রয়েছে। পাশে থাকা পুকুরটিকেও এই কেন্দ্রের অন্দরে আনা হবে। আগামী ২ জুলাই বিধানসভায় গিয়ে এই কাজের জন্য দমকল মন্ত্রীর সঙ্গে আলচনা করবেন বিধায়ক।

About The Author