Rajganj: ভিন ধর্মের ছেলেকে প্রেম, বিয়ে! একমাত্র মেয়ের ‘শ্রাদ্ধ’ করলেন বাবা

ভিন্ন ধর্মে বিয়ে করায় জীবিত মেয়েকে ‘মৃত’ ঘোষণা করে সৎকারের আয়োজন! রাজগঞ্জে ঘটল এই হৃদয়বিদারক ঘটনা। যেখানে একান্ত পারিবারিক সিদ্ধান্ত এক জ্বলন্ত সামাজিক প্রশ্ন হয়ে উঠল। ঘটনা কেবল সময়ের নয়—মূল্যবোধের অস্থিরতা, সহনশীলতার অভাব এবং আত্মপরিচয়ের সংকটে থমকে থাকা সমাজের প্রতিচ্ছবি।

রাজগঞ্জ: প্রেমের টানে ভিনধর্মী ছেলের সঙ্গে ‘পালিয়ে বিয়ে’ করায় একমাত্র মেয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নিল পরিবার। মেয়ে জীবিত থাকতেও তার সৎকারের আয়োজন করলেন বাবা-মা। কুশপুতুল জ্বালিয়ে সারলেন দাহকাজ।

অমানবিক ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভূটকিরহাট এলাকায়। মেয়েটির বাবা নারায়ণ দে বলেন, তার ২৬ বছর বয়সী একমাত্র মেয়ে নেহা, অন্য ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। তাই তিনি এবং তার গোটা পরিবার মারাত্মকভাবে আহত হয়েছেন। বুঝিয়েও বোঝেনি, তাই এই তামাশা!

আজকাল ফেসবুকে এমন ধরনের বিষয়বস্তু তারা লক্ষ্য করেছেন। যেখানে মেয়েরা সমাজের অমতে বিয়ে করলে তাদের শ্রাদ্ধশান্তি করা হচ্ছে। কার্যত সেই ট্রেন্ডেই গা ভাসালেন গোটা পরিবারের লোকেরা। মেয়ের বাবা বলেন, আজ সৎকার করলাম। আগামীকাল শ্রাদ্ধ শান্তিও সারবো। দেখুন ভিডিও

 

About The Author