রাজগঞ্জ: দু’দিন ধরে নিখোঁজ থাকার পর এক টোটো চালকের দেহ উদ্ধার হল বাড়ির অদূরে একটি পুকুর থেকে। স্থানীয়দের দাবি, ‘নেশার ঘোরে মহিলাকে ধাক্কা মেরেছিল!’ তারপরই নিখোঁজ হয়ে যান ব্যক্তি। দুদিন পর দেহ উদ্ধার হল সেই টোটোচালকের। রাজগঞ্জের আমবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা। মৃতের নাম পার্থ চন্দ। আমবাড়ি পোস্ট অফিস মোড়ের বাসিন্দা বলে খবর। পরিবারে স্ত্রী-সন্তান এবং মা-বাবা রয়েছেন। কিভাবে কি ঘটে গেল, বুঝে উঠতে পারছেন না কেউই।
জানা গিয়েছে, টোটো চালিয়ে সংসার চালাতেন ব্যক্তি। গত সোমবার টোটো চালানোর সময় এলাকার এক মহিলাকে ধাক্কা মারেন তিনি। এরপর ভয়ে টোটো রেখে সেখান থেকে পালিয়ে যান। সেই থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরিও করা হয়। বুধবার সকালে আমবাড়ি অঞ্চল মোড়ের কাছে ফাঁকা জায়গায় একটি পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

