রাজগঞ্জ: চা বাগানের পাশে কুয়ো থেকে এক মাঝ বয়সী ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের মাঝিয়ালী অঞ্চলের বড়ভিটা এলাকায়। মৃতের নাম লকিজউদ্দিন আহমেদ (৫৯)। ওই এলাকারই বাসিন্দা ব্যক্তি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, লকিজউদ্দিন দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন।
শনিবার রাতে সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাতে ওই ব্যক্তি ঘর থেকে বাইরে বেরিয়ে যান। এরপর সম্ভবত আশেপাশে ঘোরাঘুরি করতে গিয়ে চা বাগানের পাশে থাকা কুয়োতে পড়ে যান তিনি। ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিশ গিয়ে ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠিয়েছে।

