রাজগঞ্জ কলেজকে র্যাগিং মুক্ত রাখার আশ্বাস দিলেন আইসি পঙ্কজ সরকার। সেই সঙ্গে র্যাগিং সংক্রান্ত কোনও অভিযোগ সামনে এলেই তড়িৎগতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রতিশ্রুতিও দিলেন কলেজের নবাগত পড়ুয়াদের।
এমনিতেই রাজগঞ্জ কলেজে র্যাগিংয়ের অভিযোগ কোনওকালেই ছিল না। তবে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক নবাগত ছাত্রের মৃত্যুর ঘটনার পরেই রাজ্যজুড়ে তোলপাড়। কলেজগুলিতে বিশেষ সতর্কতামূলক নজরদারি রাখতে বলেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাজগঞ্জ কলেজে কলেজের আন্টি র্যাগ কমিটি এবং পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হল। অনুষ্ঠানে ছিলেন রাজগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডক্টর হরপ্রসাদ মিশ্র এবং রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার সহ অ্যান্টি র্যাগ কমিটির সদস্যেরা।
পড়ুয়াদের সামনে দাঁড়িয়ে আইসি বলেন, রাজগঞ্জ কলেজে যাতে এরকম ঘটনা কখনই না হয়, সেই মনোভাব এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে।