র‍্যাশন ডিলারের বাড়িতে দুর্ধর্ষ ‘ডাকাতি!’ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুঠের অভিযোগ

রাজগঞ্জ: ঘুমে আচ্ছন্ন করে গভীর রাতে ঘরে ঢুকল চোরের দল! অন্তত ২৫ লক্ষাধিক টাকার জিনিস লুঠের অভিযোগ। রাজগঞ্জের ফাটাপুকুর আশ্রমপাড়ায় র‍্যাশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কিনারা করতে পারল না পুলিশ।

আশ্রমপাড়ার বাসিন্দা তথা এলাকার র‍্যাশন ডিলার খগেন্দ্রনাথ বর্মণের বাড়িতে তিনদিন আগে চুরির ঘটনা ঘটে। খগেনবাবু জানালেন, বৃহস্পতিবার দুপুর থেকেই বাড়ির সবারই ঝিমুনি ভাব চলে আসে। ভেবেছিলেন, হয়ত শরীর খারাপ করেছে। তাই এদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রাত ১০টার পরই ঘুমিয়ে পড়েন। সেই রাতে আনুমানিক ২টা নাগাদ বাড়ির পেছন দিক দিয়ে ঢোকে চোরের দল। বাড়ির লোকেদের দাবি, পরিকল্পনা করেই তাঁদের বাড়িতে দুষ্কৃতীরা ঢুকেছিল। সেই রাতে প্রথমে বেরোনোর রাস্তা ঠিক করে তারপর একে একে ঘর গুলিতে ঢুকে পড়ে দুষ্কৃতি। অঘোরে নিদ্রাচ্ছন্ন গোটা পরিবার আর সেই সুযোগেই আলমারি থেকে গয়না, নগদ টাকা সহ দামি জিনিস সব গুছিয়ে নেয় চোরেরা। সব শেষে খগেনবাবুর ঘরে লুঠ শুরু করে আর সেই সময় তাঁর স্ত্রী টের পান। তবে তাকে একরকম গ্রাহ্য না করেই চোরেরা বাড়ির পেছন দিক দিয়েই কেটে পড়ে।

বিষয়টি বুঝতে পেরে স্বামী-স্ত্রী উঠে দেখেন তাঁদের বাড়িতে বিরাট কাণ্ড ঘটে গেছে। এদিকে, ছেলে-ছেলে বউয়ের ঘর বাইরে থেকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছে দুষ্কৃতীরা। যাতে উত্তেজনার মুহূর্তে বাইরে বেরোতে না পারে। সকালে পুলিশ ডাকা হয়। সারা বাড়ি ঘুরে দেখা যায় বেশ কিছু বাল্ব খুলে রেখেছিল চোরেরা। যাতে আপদকালিন অবস্থায় এরা পালাতে পারে। ক্ষতির পরিমাণও টের পান বাড়ির সবাই। গয়না, নগদ মিলিয়ে অন্তত ২৫ লক্ষ টাকা হবে বলে দাবি। মাথায় হাত পরিবারের। এই ঘটনায় রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও দু’দিন পেরিয়ে গেছে, এখনও কোনও হদিস করতে পারেনি পুলিশ।

পুলিশের অনুমান, চেনাজানা লোকেরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। নাহলে ঘরের কোথায় কি বা কিভাবে কাজ সারতে হবে, সেই নিয়ে আগাম পরিকল্পনা করা সম্ভব হল কি করে? খগেনবাবু জানান, সম্প্রতি তাঁদের বাড়িতে কালি পুজো হয়েছিল। তখন বিপুল জনসমাগম হয় বাড়িতে। সেই সুযোগে কেউ কুমতলব ফেঁদেছিল কি না কে জানে! রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানান, লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে।

About The Author