দ্রুতগামী ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে ব্যারিয়ার ভেঙ্গে তিস্তার সেচ নালায় পড়ে গেল সুইফট ডিজার। গাড়িটিতে সেসময় ৩ জন যাত্রী ছিলেন এবং চালাচ্ছিলেন একজন মহিলা। কোনওরকমে রক্ষা পেয়েছেন সকলেই। ঘটনাটি ঘটেছে গাজলডোবার কাছে গেটবাজার মোড়ের মাথায়। ক’দিন আগে এখানেই তিস্তা ক্যানাল থেকে মা ও ছেলের দেহ উদ্ধার হয়েছিল। শুক্রবার সকালে দুর্ঘটনার খবরে ফের চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে গজলডোবা থেকে শিলিগুড়ি ফেরার পথে রাজগঞ্জের গেটবাজারে এই ঘটনা ঘটে। রাস্তায় একটি দ্রুতগামী ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধারে ব্যারিয়ার ভেঙে ক্যানেলে পড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় কেউ সেরকম আহত হননি। তবে স্বাভাবিকভাবেই ক্ষতি হয়েছে গাড়িটির। মিলনপল্লী থানার ওসি জানান, সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই জলে পড়ে গিয়েছে গাড়িটি। ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় ডাম্পার চলছে অহরহ। বেলাকোবা গেটবাজার রাস্তায় ডাম্পার চলাচলের জেরে বেশকিছু ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। অবিলম্বে এর প্রতিকার হওয়া উচিৎ।