স্কুটির সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত ২, আগুন ধরাল ক্ষিপ্ত জনতা

রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন দুই যুবক। স্কুটি চালকের সঙ্গে গুরুতর আহত আরও একজন। ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলেন ক্ষিপ্ত জনতা। রাজগঞ্জের ভুটকির হাট গন্ডারমোড়ে চাঞ্চল্যকর ঘটনা। ঘাতক বাসটির নিচেই আটকে রয়েছে স্কুটি।

জানা গিয়েছে, আহতরা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। তাঁদের নাম আয়ুব আলি (১৮), এমডি হামিদার (২৬)। এদের বাড়ি বিন্নাগুড়ি অঞ্চলে। এদিন সকালে নবি দিবসের র‍্যালিতে বেড়িয়ে বন্ধুনগরে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন দু’জন। তাঁদের মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ স্কুটিতে চেপে দু’জন জাতীয় সড়ক ধরে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বাস ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালকের মৃত্যু হয়েছে বলে খবর আসে। সেই খবরেই উত্তেজনা চরমে ওঠে। যদিও শেষ প্রাপ্ত খবরে দুজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনী পৌছায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

About The Author