রাজগঞ্জ: ঘরে বউ থাকতেও প্রেমিকাকে ঘরে নিয়ে আসার চেষ্টা! রাজি না হওয়ায় যুবতীর গা/য়ে পে/ট্রো/ল ঢে/লে আ/গু/ন! রাজগঞ্জের সন্ন্যাসীকাটার বিহারুহাটের ঘটনায় ব্যাপক শোরগোল। অভিযুক্ত যুবক শরিফুলের কঠিন শাস্তির দাবিতে উত্তাল গ্রাম। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। যদিও এই ব্যাপারে শরিফুলের স্ত্রীর দাবি, তিনি এর কিছুই জানেন না।
রাজগঞ্জ থানার বিহারুহাট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিবেশী যুবক শরিফুল পাশের বাড়ির তরুণী জাহানারার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সম্পর্ক নিয়ে টানাপড়েনের জেরে বুধবার রাতে তিনি জাহানারার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় জাহানারা বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি, গরীব পরিবারে জাহানারা মা-ভাইয়ের সঙ্গে থাকে। বাবা গত হয়েছে ৩ বছর আগে। মাও কার্যত প্রতিবন্ধী। এরমধ্যেই শরিফুল দীর্ঘদিন ধরে জাহানারাকে জোর জবরদস্তি করছিল। ঘটনার দিনও তিনি জাহানারাকে জোর করে নিজের ঘরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় দু’জনের মধ্যে রাগারাগি হয় এবং এর পরেই শরিফুল তরুণীর শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে হাসপাতালে ভর্তি করার সময় অভিযুক্ত যুবক জাহানারাকে নিজের স্ত্রী বলে দাবি করে।
স্থানীয়রা জানিয়েছেন, শরিফুলের বিয়ে হয়েছিল চার বছর আগে। তারপর থেকেই প্রতিবেশী জাহানারার সঙ্গে তাঁর সম্পর্ক চলছিল। এর আগেও একই সম্পর্ক নিয়ে মামলাও হয়েছিল এবং তখনও শরিফুল জেলে গিয়েছিল। এবার প্রাণে মারার চেষ্টা করায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পরিবার ও প্রতিবেশীরা কঠিন শাস্তির দাবি তুলেছেন। রাজগঞ্জ থানার আইসি জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

