শহরে গিয়ে এখনও ঘরে ফেরেনি ছেলে, পুলিশের দ্বারস্থ উদ্বিগ্ন পরিবার

রাজগঞ্জ: কাজের ব্যাপারে বাড়ি থেকে বেরিয়ে এখনও ঘরে ফেরেনি যুবক। তিন দিন কেটে গেলেও ফোন সুইচ অফ বলছে। অন্যদিকে, মেসেজ করে দিদিকে জানিয়েছে, ‘আমি একটু দূরে যাচ্ছি। মা যেন চিন্তা না করে।’ কিন্তু শুধু এটুকু বললেই কি হয়? যতই হোক, মায়ের মন বলে কথা! এদিক সেদিক খোঁজ করেও কোনও হদিস মেলেনি ছেলের। চিন্তায় অস্থির যুবকের মা পরদিনই রাজগঞ্জ থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন।

রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের কালিনগর এলাকায় ২২ বছরের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে। নিখোঁজ যুবকের নাম যাদব ঢালী। যুবকের পরিবারে বাবা-মা রয়েছেন। দিদির বিয়ে হয়েছে। যাদবের মা পিউবালা ঢালী জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে শিলিগুড়িতে গিয়েছিল ছেলে। এলাকাতেই একটি গ্যারেজ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তার জন্য কিছু জিনিসপত্র কিনতেই সে শহরে গিয়েছিল। তবে এদিন সন্ধ্যে হয়ে গেলেও বাড়ি ফিরে আসেনি। সেই রাতেই যুবকের দিদির কাছে মেসেজ করে যাদব। যাদবের মায়ের বয়ান অনুযায়ী, তার দিদিকে ছেলে মেসেজ করে জানিয়েছে, সে দূরে যাচ্ছে; বাড়িতে যেন কেউ কোনওরকম চিন্তা না করে। কিন্তু তাই বললেই কি আর মেনে নেওয়া যায়! পরদিনই থানায় লিখিত জানিয়েছে উদ্বিগ্ন পরিবার।

যাদবের মা আরও বলেন, এলাকায় গ্যারেজ করবে বলে নগদ ৩১ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল শহরে। শিলিগুড়িতে কিছু দরকারি যন্ত্রপাতি কেনার ছিল বলে জানায় সে। কিন্তু এখন তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এদিক সেদিক খোঁজ নিয়েও হদিস মিলছে না। এদিকে এলাকারই এক বন্ধু কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে। নিখোঁজ হওয়ার আগে তার সঙ্গেও দেখা করেছিল বলে জানিয়েছে সেই যুবক। পরে সন্ধ্যায় এক সঙ্গে রাজগঞ্জে ফেরার কথা ছিল। কিন্তু সেই যুবক পরে একাধিক বার ফোন করেও যাদবকে না পেয়ে রাজগঞ্জে ফিরে আসে।

যাদবের পরিবারে মূলত সকলেই দিন আনা দিন খাওয়া জীবিকার ওপর নির্ভর করেই সংসার চালান। পরিবারের কর্তা অর্থাৎ যাদবের বাবা মানসিক অসুস্থ থাকায় ঠিক মত কাজ করতে পারেন না বলে জানিয়েছেন যুবকের মা। এই অবস্থায় ছেলে আচমকাই কাউকে কিছু না জানিয়ে এভাবে কোথায় চলে গেল, সেই ভেবে চিন্তিত গোটা পরিবার।

About The Author