Rajganj: টোল ফাকি দিয়ে ঘুরপথে যাওয়া বন্ধে নির্দেশিকা ব্লকের

রাজগঞ্জ: টোল ফাকি দিয়ে ঘুরপথে যাওয়ার দিন কার্যত শেষ! অন্তত এমনটাই বলছে ব্লকের তরফে দেওয়া নির্দেশিকা।

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর পানিকাউরিতে টোল তৈরি হওয়ার পর থেকেই টোল ফাকি দিতে ঘুরপথে যাতায়াতের প্রবনতা চোখে পড়ছে। রাজগঞ্জের রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে বেশ কিছু ভারি যানবাহন। এরফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসিরা। এই নিয়ে দফায় দফায় আন্দোলনও করেছেন স্থানীয়রা। এবার থেকে ঘুরপথে যাতায়াতের দিন হয়ত শেষ হবে। রাজগঞ্জে ব্লক প্রশাসনের তরফে দেওয়া নির্দেশিকা অন্তত এমনটাই বলছে।

শুক্রবার রাজগঞ্জ থানা ও প্রশাসনের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হয়। এদিন, রাজগঞ্জের বিডিও অফিস থেকে ফাটাপুকুর মোড় পর্যন্ত একটি সচেতন-মুলক র‍্যালি করা হয়। সেখানেই এমন নির্দেশিকার কথা জানান রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতনও করা হয়। বিডিও জানান, টোল ফাকি দিয়ে ঘুরপথে যাওয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন।

About The Author