বাড়ি বাড়ি সর্ষে ছড়িয়ে বশীকরণের চেষ্টার অভিযোগ BJP প্রার্থীর বিরুদ্ধে

রাজগঞ্জ: ‘মরা মানুষের খুলি’তে করে বাড়ি বাড়ি সর্ষে ছড়িয়ে ভোটারদের বশীকরণের চেষ্টার অভিযোগ BJP প্রার্থীর বিরুদ্ধে। ভোট প্রচারের শেষ লগ্নে ‘তুক তাক করে’ ভোটার হাতানোর অভিযোগ শাসকদলের।  অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনায় কমিশনের দারস্থ হয়েছে শাসকদলের প্রার্থী। এমন মারাত্মক অভিযোগ উঠেছে রাজগঞ্জ ব্লকের হরিচরণভিটা গ্রামে। যদিও এর পেছনে শাসক দলের চক্রান্ত দেখছেন ওই বিজেপি প্রার্থী।

https://youtu.be/82Yu3JZQ–E

জানা গিয়েছে, বুধবার বিকেলে এলাকায় প্রচার সারতে গিয়েছিলেন বিদায়ী পঞ্চায়েত সদস্য তথা এবারের বিজেপি প্রার্থী সন্তোষ রায়। এলাকাবাসী এবং তৃণমূল নেতাদের অভিযোগ, ভোট প্রচার করার সময় তিনি মৃত মানুষের খুলি করে বাড়ি বাড়ি গিয়ে সর্ষে ছিটিয়ে দিয়ে এসেছেন। প্রচার সেরে চলে যাওয়ার পর বিষয়টি নজরে আসে। এরপর স্থানীয়রা বিজেপি প্রার্থীকে আটকে রাখেন। খবর যায় স্থানীয় তৃনমূল নেতাদের কাছে। তারাও খবর পেয়ে ছুটে যান এলাকায়। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। এরপর রাতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।

স্থানীয় বাসিন্দা টুম্পা রায়, প্রতিমা রায় অভিযোগ করে বলেন, বিজেপি প্রার্থী প্রচার করে চলে যাওয়ার পর বাড়ির দুয়ারে সর্ষে দানা পড়ে থাকতে দেখা যায়। এলাকার তৃণমূল প্রার্থী সজেন রায় জানান, ঝাড়ফুঁক করে ভোটারদের বশ করে ভোট টানার চেষ্টা করছে বিজেপি। যদিও, বিজেপি প্রার্থী সন্তোষ রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘আমার যাওয়ার আগেই বাড়িগুলিতে তৃণমূলের প্রার্থী গিয়েছিলেন। এইসব ওরাই করেছে। এর আগেও মনোনয়ন দাখিল করতে বাধা দিয়েছিল। এখন ভোট প্রচারের শেষ লগ্নে নতুন ফন্দী করেছে তৃণমূল। প্রশাসন ঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

About The Author